সম্প্রতি টুর গ্রুপ বিডির সাথে সিলেটের হাইকিং ট্রিপে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। পুরো ট্রিপটি ছিল দারুণ পরিকল্পিত ও সুসংগঠিত। হাইকিং রুটগুলো চ্যালেঞ্জিং হলেও সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সতেজ বাতাস সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।
ট্রান্সপোর্টেশন, খাবার, আর বিশ্রামের ব্যবস্থাও বেশ মানসম্মত ছিল। বিশেষভাবে গ্রুপের পরিবেশ বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ মনে হয়েছে। নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার ও প্রকৃতিকে কাছ থেকে দেখার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।