Review From Nasif Mahbub

২৪ নভেম্বরের মারায়নতং - আলীর গুহা - মায়া লেক ইভেন্টে টিজিবির সাথে আমার কিছু বন্ধুর সাথে ভ্রমণ করি। প্রথমেই বলতে হয়, পুরা ট্রিপে যা যা চেয়েছিলাম সেটা তো পেয়েছিই, সাথে না চাইতেও অনেক কিছু পেয়েছি। আবহাওয়া অসম্ভব ভালো হওয়ায় পুরা আকাশ জুড়ে তারার মেলা পাওয়া, ভোরে মেঘের সমুদ্রের দেখা পাওয়া, আলীর গুহায় অপার্থিব এক অভিযান আর মায়া লেকে শান্ত সুন্দর পরিবেশ - এগুলা সবগুলাই খাপে খাপে মিলে গেছিল। কিন্তু উপরন্তু যা পেয়েছি তা হল আমাদের হোস্ট মাসুম ভাইয়ের অসামান্য আন্তরিকতা যা বলার মত না। ক্যাম্পের সামনের দিকেই সবগুলা তাবু জোগাড় করে দেওয়া, অসংখ্য সুন্দর ছবি তুলে দেওয়া, মাতামুহুরিতে গোসল করাসহ - নানা রকম আবদার হাসিমুখেই পূরণ করেছেন। ঠিকভাবে গাইড করে সবাইকে সুস্থভাবে পাহাড়ে উঠানো, নামানো, এবং আলীর গুহায় অভিযানে নেতৃত্ব দেওয়া - এক কথায় একদম পারফেক্ট হোস্ট। টুরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয় নিয়েই টিজিবি কর্তৃপক্ষ এবং হোস্টের আন্তরিকতা মনে রাখার মত। টিজিবিকে ধন্যবাদ এত সুন্দর ও স্মরণীয় একটা টুর আয়োজনের জন্য।


Nasif Mahbub
Traveller
31-Jul-2025