প্রথমবারের মত সাজেক ভ্রমনে
গিয়েছিলাম টিজিবি গ্রুপের সাথে।
গ্রুপের সাথে প্রথম ট্যুর হলেও
অপরিচিত কিছু মানুষের সাথে ট্যুর
করেছি সেটা বুঝতেই পারিনি।
বিশেষ করে যাদের নাম না বললেই নয়
borno রিফাত ভাই, তিয়াস ভাই,সোহাগ ভাই,রিফাত হোসেন ভাই আর আলামিন ভাই।
দুই দিনে তাদের সাথে এত মিশে যাব ভাবি নি।
TGB এর বেপারে যদি বলি,
এদের সাথে প্রথম ট্যুরে আমি এদের
ভক্ত হয়ে গিয়েছি।

সোজাসাপ্টা ভাষায় ভ্রমণের জন্য
নির্ভরযোগ্য একটি ট্যুর গ্রুপ।

কোন কথা নাই শুধু ঘুরাঘুরি হবে।
আয় আইজক্যা।
