Review From Mohammad Fahim Nur

২০১৭ সাল থেকেই মাসুম কাকার কাছ থেকে টিজিবি এর নাম শুনে আসছি কিন্তু কখনো সুযোগ হয়নি আপনাদের সাথে কিংবা মাসুম কাকার সাথে কোনো ট্রিপ দেয়ার! গত ২০ তারিখ এ মাসুম কাকার সাথে দেখা হয়ার পর বলল যে টিজিবি তাদের ১২ বছর পুর্তিতে সাজেক এর ইভেন্ট ছেরেছে। পরের দিন ই আমি আর আমার ছোটো ভাই ইভেন্ট এর জন্য পেমেন্ট কনফার্ম করে দিলাম। এই ত গেল যুক্ত হয়ার গল্প।
এবার আসি ট্যুরের কথায়,
৩০ তারিখ,
রাত্র ১১ঃ১৫ বাস এ উঠতেই রিফাত ভাই এসে সিট দেখালেন,বসে পরলাম বাস ও ছেরে দিলো।
৩১ তারিখ,
বাস থামলো FNF restaurant এর সামনে সকাল ৬ টা হবে আনুমানিক। ৭ঃ১৫ এর দিকে রিফাত ভাই এসে নাস্তা করার জন্য উঠালেন,নাস্তা সেরেই চান্দের গাড়িতে উঠতে বলে দিলেন। আনুমানিক ৮ঃ০০ দিকেই গাড়ি ছারলো, শুরু হল সাজেক জার্নি। ১১ঃ৩০ এর দিকে সাজেকে এসে পারলাম। গাড়ি থেকে নামতেই রুম দেখিয়ে দেয়া হল,দুপুরের খাবার খেতে বের হতে,চলে গেলাম ফুডানকি তে গিয়ে সেই ফেমাস বাম্বু চিকেন দিয়ে ভাত খেতে বস্ লাম। খেতে খেতে পাহাড়ের ভিউ দেখতে ভালই লাগছিলো। খাওয়া শেষে কিছুক্ষন রেস্ট নিয়ে সবাই রওনা হলাম কংলাক পাড়া যাওয়ার উদ্দেশ্যে।
আবার, নেমে চলে গেলাম হেলিপেড এ সেখান থেকে আসতে আসতে সন্ধ্যা।
৮ঃ০০ দিকে হঠাৎ গান শুনতে পেলাম তিয়াস ভাই আর রিফাত ভাইয়ার। কিছু ক্ষন পরেই আবার রিফাত ভাই বলল যে ফ্রেশ হয়ে নিতে রাত্রের খাবার খেয়ে গান গাইবে সবাই সবাই চলে গেল যে যার রুম এ, বসে ছিলাম আমি,বর্ন ভাই(রিফাত), তিয়াশ ভাই, তক্ষন থেকেই মুলত পরিচয় এই দুইজন মানুষ এর সাথে। পরে ফুডানকি তে বারবিকিউ চিকেন আর পরটা দিয়ে সেরে নিলাম রাত্রর খাবার।
আর এরপর রিসোর্ট এ এসে শুরু হল গান বাজনা, আড্ডা, আর তেতুল গল্প। সাথে সবাই নিজের পরিচয় ও বল্লেন। রাত ১১ঃ৪৫ এ শেষ হয় এন্টারটেইনমেন্ট পর্ব। ঘুমাতে গেল সবাই, কিন্তু আমি, তামিম বর্ন ভাই,তিয়াস,আর সোহাগ ভাই সহ গান করলাম আর কিছুক্ষন, এর আগ পর্যন্ত সোহাগ ভাই এর সাথে অত কথা বার্তা হয়নি। তখন থেকেই শুরু।
১ তারিখ,
সকাল ৪ঃ৪৫ এ ঘুম ভাঙলো।উঠেই চলে গেলাম মেঘ দেখতে। পাহাড় আর মেঘ কিযে সুন্দর দেখতে।নাস্তা করেই ১০ঃ৩০ এ চান্দের গাড়ি ছেরে দিল। ১২ টার দিকে আবার সেই FNF এর সামনে। এসে ফ্রেস হয়ে লাঞ্চ করে ২ঃ৩০ এ রওনা হলাম রিসাং ঝরনা, আলু টিলা,হেরিটেজ পার্ক ঘুরতে। আবার এসে পরলাম FNF এ। যে যার মত রেস্ট করলো, ৮ঃ৩০ এ রাতের খাবার খেয়েই ৯ঃ৩০ এ ঢাকার উদ্দেশ্য রওনা, আসতে আসতে মনে হচ্ছিল যে ট্যুরটা কেন শেষ হচ্ছে। আইত সবাই সবার সাথে কত মজা টাই না করতেসিলাম।
সকাল ৫ টায় সানারপার পৌছালাম। এইতো সেশ সাজেক ট্যুর।
কিন্তু এই ২ দিনের মধ্যে এত মানুস এর সাথে মিশে যাবো ভাবিনি।
এর সাথে বলতে হয় আমাদের
হোস্ট সোহাগ ভাই ও রিফাত ভাই এর কথা, আমাদের কে এত সুন্দর ভাবে এত গুলো জায়গা ঘুরিয়ে অ্যান্ড এত সুন্দর ভাবে ঘুছিয়ে সব কিছু করার জন্য, ধন্ন্যবাদ।


Mohammad Fahim Nur
Traveller
31-Jul-2025