ধরুন অনেক বিরক্ত আপনি…..কারন জানা নেই...(মূলত কোন কারনও হয়ত নেই, শুধু এমনেই বিরক্ত লাগছে) সেই সময় ঘর থেকে হাঁটতে বের হয়ে যান.. হেঁটে আসুন..সবচেয়ে বেস্ট থেরাপি... যা আমরা সবাই কম বেশি জানি...এ চিন্তা থেকেই হাটতে বের হয়ে গেলাম...যেহেতু বিরক্তির পরিমান বেশি ছিলো তাই হাটার দূরত্বও বেশি ছিলো... চলে গেলাম সিলেটের বডার্র ধরে হাঁটতে(হাইকিং ট্রিপ)...



বরাবরের মত এরকম এ্যাডভেনচারস ট্রিপ/ ভিন্ন কিছু করার ইচ্ছে হলে, তা করার জন্য সুযোগ তৈরি করে দেয় প্রিয় গ্রুপ Tour Group BD,TGB

এই ট্রিপটা অদূর ভবিষ্যতে টিজিবির একটা সিগনেচার ট্রিপ হতে যাচ্ছে, এটা আমি নিশ্চিত, কারন এই ট্রিপে আপনি প্রকৃতির এতটা মাখন সৌন্দর্য পাবেন, যা ভাষায় / ছবি কোনভাবেই হয়ত প্রকাশ সম্ভব না! আপনাকে এ সৌন্দর্য উপভোগের জন্য নিজেকে ওখানে নিয়ে যেতে হবে...যার হয়ত কিনচিত, আপনি এই ছবিগুলোতে পাবেন।
তবে হ্যা, এ ট্রিপে যাওয়ার আগে একটু হাটাহাটি করে নিজেকে ওর্য়ামআপ করে নেওয়া উচিত.....
আর এবারের গ্রুপের সবচেয়ে বড় পাওয়া ছিল, গ্রুপ মেম্বার সবাই প্রায় পরিচিতজন ছিল, যাদেরকে এখন অনেক মিস করছি....আচ্ছা, হোস্ট ছিলেন রাকিব ভাই, যিনি আমাদের আসার সময় বাসে বসে, ভালো ভালো রিভিউ দেওয়ার কথা বলেছেন কিন্তু আমি ওনার কথাতে পরে যে এই পোস্ট দিচ্ছি ব্যাপারটা কিন্তু মোটেই এমন না
... মূলত, এইরকম এ্যাডভেনচারস,ভিন্ন ট্রিপে টিজিবির মত দায়িত্বশীল, সবর্পরিচিত গ্রুপের সাথেই যাওয়া উচিৎ ঝামেলাহীন ভাবে ঘুরার জন্য...

