Review From Huma Pakhi

বরাবরই টিজিবি আমার আস্থা এবং ভালোবাসার একটা জায়গা।জানিনা ধীরে ধীরে কবে এতো প্রেমে পরে গিয়েছি,ঘুরতে যাবো মানেই টিজিবি এর নামটাই মাথায় আসে সবার আগে।আমাদের টিজিবির যেই কয়টা রেসোর্ট এ গিয়েছি,এক কথায় অসাধারণ।
যেমন খাবার এর মান,তেমন টেস্ট,ঠিক তেমনি সবার ব্যবহার এবং সার্ভিস, (এটা কিন্তু পেইড রিভিউ না🙂)
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টিজিবি এর হোস্টরা(আমি যাদেরকে পেয়েছি মাসুম,হৃদয়),খুব আপন এবং আন্তরিক ব্যবহার।
সত্যি যতোদিন যাচ্ছে, আমি টিজিবির আরো প্রেমে পরছি🥰🥰
আমি তো আমার ফ্রেন্ড, কলিগ সবাইকে এমন ভাবে টিজিবির কথা বলতে থাকি,অনেকেই মনে করে আমি টিজিবির একজন মালিকানার অংশ😜
যাইহোক, আমি অতো টা গুছিয়ে বলতে পারি না।ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


Huma Pakhi
Traveller
02-Aug-2025