Review From Sazib Hossain

★কাছের কিছু বন্ধুদের নিয়ে ট্যুরে যাওয়ার প্লান করি।কিন্তু খুব টেনশন হচ্ছিল কেমন সার্ভিস পাবো।কারন অনেকেরই বিভিন্ন ট্যুর গ্রুপের সাথে খারাপ অভিজ্ঞতা রয়েছে আর আমাদের সাথে কিছু বান্ধবী,বন্ধুদের বউ,বাচ্চা থাকায় টেনশনটা বেশি হচ্ছিল।
★তাই আমি কাছের কিছু বন্ধুদের কাছ থেকে খবর নিলাম যারা TGB এর সাথে আগে ঘুরতে গিয়েছে।আমি তো অবাক,সবাই দেখলাম পজেটিভ রিভিউ দিয়েছে।তখন টেনশন পুরাটা না কমলেও অনেক কমে গিয়েছিল।
★টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার পুরো বাসটা রিজার্ভ নিয়েছিলাম।আমাদের সুবিধা মত এবং ঠিক টাইমমতো বাস এসে হাজির হলো।ভাল লাগলো অনেকের মতো জ্যামের কারনে দেড়ি হচ্ছে এমন অজুহাত দাঁড় করায়নি।
★আমি অনেক বছর ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেছি বলে মিল অমিলগুলো আমার চোখে ধরা পরে বেশি।আমি একটু খুঁতখুঁতে বলতে পারেন।কথা কাজে মিল না পেলে আমার মাথা ঠিক থাকে না।কিন্তু আমার তেমন রূপ কাউকে দেখতে হয় নাই🙂
★হোস্টঃআমাদের এই ট্যুরে হোস্ট হিসেবে গিয়েছিল TGB এর এডমিন Imranul Alam,আমি সত্যিই অবাক এত জ্বালানোর পরেও যেমন আমাদের উপর কোন বিরক্তির ভাবও দেখি নাই।তেমনি তার সাথে দ্বায়িত্বে থাকা কারো সাথেও খারাপ ব্যবহার তো দূরের কথা জোরে কথা বলতেও শুনি নাই।রন্ধনশিল্পী থেকে শুরু করে সবার সাথে খুব নমনীয় ভাবে কথা বলতে দেখেছি।
★খাবারঃট্যুরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো খাবারের মান।হাওরের মধ্যে গিয়ে এত ভাল খাবার পাবো সেটা আশা করিনি।আমি সাধারনত ট্যুরে গিয়ে খুব কম খাই।কিন্তু যেমন অসাধারণ রান্না+তেমনি আইটেম সিলেকশন।প্রতি বেলাতেই অনেক বেশি খেয়ে ফেলেছি।ইচ্ছে আছে খাওয়ার জন্য হলেও আবার এখানে যাবো।
★আন্তরিকতাঃএটা ছিল এক কথায় অসাধারণ।মনে হচ্ছিল শশুর বাড়ি বেড়াতে আসছি।খাবার সময় তো বার বার সবাইকে জিজ্ঞেস করছে কি লাগবে?বার বার এতোগুলো মানুষকে পানিটা প্রযন্ত ঢেলে খাইয়েছে।অনেক কিছু চেয়ে বার বার বিরক্ত করার পরেও তাদের চেহারায় কোন বিরক্তের ছাপ দেখি নাই।
★টাইমিংঃযে কোন কাজে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।অল্প সময়ে এই সময়ের সৎ ব্যবহার কিভাবে করতে হয় সেটা TGB ১০০% করে দেখিয়েছে।এত ঘোরাঘুরির পরে টাইম মতো খাবার না পেলে কার না মাথা গরম হবে।কিন্তু আমি অবাক প্রতি বেলাতেই তারা বলতো খাবার রেডি হয়েছে অনেক আগেই আমরা যখন চাইবো তখনি খেতে পারবো।
★পরিশেষে বলতে চাই হাওড়/পাহাড় এই সব যায়গায় ঘুরতে গেলে অনেক সীমাবদ্ধতা থাকে।তার মধ্যে TGB আমাদের জন্য যা করেছে তার থেকে আসলে বেশি করা সম্ভব নয়।সত্যিই আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশিই পেয়েছি।
শুভকামনা ও ভালবাসা রইলো TGB ও TGB এর সকল হোস্টদের জন্য🥰


Sazib Hossain
Traveller
26-May-2022