Review From Imam Hossain

টিজিবির সাথে প্রথম ট্রিপ ছিলো দুদিন আগে। সাজেকে। এক কথায় অসাধারণ ছিলো ট্রিপটা।
পাহাড় দেখা আমার জন্য নতুন কিছু নয়। কিন্তু পরিবার নিয়ে বিশেষ করে দেড় বছরের মেয়েকে নিয়ে এমন লম্বা যাত্রা এই প্রথম।
যতবার কথা হয়েছে টিজিবি বাহিনীর সাথে ততবার বলেছি মেয়ের কথা। আমাদের দুশ্চিন্তার কথা। তাদের অভয়বাণী খুব একটা স্বস্তি যে দিয়েছিল তা নয়।
কিন্তু, যাত্রা শুরু করার সাথে সাথেই এলাকার ছোটভাই আল আমিনের ভালবাসায় উষ্ণ হয়েছি। মুগ্ধ হয়েছি অন্য সব ট্রিপ মেম্বারদের আন্তরিকতায়। তামান্না আপু, ভাইয়া ও তাদের পরিবার, আনাফ ও ওর বন্ধুরা বুঝতেই দেয়নি আমরা সবাই সবার অপরিচিত ছিলাম। অন্য ভাইরাও ছিলেন সদা সহযোগী।
সোহাগ ভাই, ভালোবাসা নিবেন। আপনার বব মার্লে লুকের মতই চমৎকার আপনার সেন্স অব হিউমার।
কিরন ভাইকে নিয়ে আস্ত একটা পোস্ট দেয়া উচিৎ। পিচ্ছিল কংলাক থেকে বাবুকে নিয়ে নামতে পারতাম না আপনি না থাকলে। ভোরে আমাদের ছবি তুলে দিয়ে জড়িয়েছেন ভালোবাসায়। ধন্যবাদ ভাই।
টিজিবির একাদশতম জন্মদিনের আয়োজনে থাকতে পেরে ধন্য মনে করছি। আর ইন শা আল্লাহ, এমন আরো অনেক ইভেন্টে আমরা থাকবো। বিশ্বাস করি, টিজিবিও পাশে থাকবে আমাদের। সবসময়।


Imam Hossain
Traveller
26-May-2022