Review From Shanjida Ferdous Arpa

End of a memorable Sajek tour with Tour Group BD 🧡
ঘুম থেকে উঠে Lucai cottage এর ছাদ থেকে মেঘের সমুদ্র দেখা সাথে সুর্য উদয় হওয়ার দৃশ্য দেখার সময় মনে হবে এ যেন অন্য একটা জগৎ..আর রাতে আমি সৌভাগ্য করে পেয়ে গেছিলাম একাটা পূর্ণিমা চাঁদ রাত যেটার রূপের সৌন্দর্য পাহাড়ের সাথে মিশে একাকার হয়ে আমাকে বিমোহিত করেছে।আর সাথে ছিল ৩১ নাইট এর মতো ইভেন্ট যেটা এই ট্যুরকে করে তুলেছে সোনায় সোহাগা।
খাবার মেনেজমেন্ট নিয়ে আসলে কিছুই বলার নাই..আমি এমনকি আমার গ্রুপের একটা বান্দাও ৩দিনের ট্যুরের কোন বেলার খবারের স্বাদ এখনও ভুলি নাই(১ সপ্তাহ অলমোস্ট হয়ে গেছে ট্যুরের)।
বলতে গেলে এটাই আমার প্রথম ইভেন্ট ট্যুর বড় কোনো গ্রুপের সাথে। কখোনো ভাবিনাই দুই দিনে অপরিচিত মানুষ গুলোর সাথে এরকম একটা বন্ধুত্বপূর্ন সম্পর্ক হয়ে যাবে। সবাই খুবই আন্তরিক ছিলো। ভালো সময় কেটেছে আপনাদের সাথে। সব মিলিয়ে এই দুই দিনের অভিজ্ঞতা ছিল অসাধারন।
Lasif Lokman ভাই। আপনাকে নিয়ে কি বলবো। এক কথায় আপনি অনেক জোস একটা মানুষ। আপনার মতো আন্তরিক মানুষ হয় না। ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবার সাথে যেরকম বন্ধুর মতো ছিলেন, আপনার জন্য ট্যুরটা আরও ভাল কেটেছে। থ্যাঙ্কু এতো জোস একটা ট্যুর অ্যারেন্জ করার জন্য।
বি.দ্রঃকোন আপুরা যদি মেয়ে ফ্রেন্ডের নিয়ে যেতে চান নিঃসন্দেহে একটা ট্যুর প্লান করে ফেলেন tgb এর সাথে.. কারণ কোন সিকিউরিটি নিয়ে টেনশন করে অবজেকশন করার চান্স পাবেন না..আমি ও ফাস্টে অনেক টেনশনে ছিলাম এইসব বিষয় নিয়ে কিন্তু গ্রুপের মানুষ গুলোর আন্তরিকতা আর মেনেজমেন্ট সিস্টেম দেখে চিল মুড অন করে খাইসি,ঘুরসি আর প্রকৃতিকে উপভোগ করসি😁


Shanjida Ferdous Arpa
Traveller
26-May-2022