Review From Hridoy Saha

TGB বলতেই এখন বুঝি, ট্রাষ্টেড একটা ট্যুর গ্রুপ।
আমাদের TGB এর সাথে এটা ছিল প্রথম ট্যুর। আমি আসলে পার্সোনালি TGB সম্পর্কে জানতাম না, ধারনা ছিল এমন গ্রুপ আছে, কিন্তু সার্ভিস!
নো আইডিয়া ব্রো!
তহ সপ্তাহ দুই আগে, আমরা ঠিক করি সাজেক যাবো। গ্রুপ খুঁজতে ছিলাম ট্রাষ্টেড, কারন আমার বউ সাথে যাবে।
রিভিউ দেখতেছিলাম অনেক ট্যুর গ্রুপের, দেখতে দেখতে এক সময় ফিল করলাম TGB এর পজিটিভ রিভিউ অনেক আর এতো গ্রুপ মেম্বার থাকার পর এতো পজিটিভ রিভিউ থাকা সহজ নয়।
অনেক অনেক প্রশ্ন থাকার পরেও TGB এর সাথে যাওয়ার জন্য আগ্রহ বাড়তে থাকে তাদের রিভিউ দেখে, তবে তারা আমার সব প্রশ্নের উত্তর ফোনেই দিয়ে দেয়।
যাই হোক। ট্যুর থেকে আসার পর বলছি তাদের কথায় আর কাজে মিল আছে। বাস থেকে শুরু করে হোটেল, খাবার, ঘুরাঘুরির ব্যাপার গুলা খুব ভালো ভাবে পরিচালনা করে।
কখন কি প্রয়োজন সেটাও TGB নিজে থেকেই বুঝতে পারে।
সমস্যার সমাধান করার চেষ্টা তাদের মধ্যে সব সময় দেখা যায়।
এক কথায় অস্থির একটা ট্যুর ছিল।
ধন্যবাদ মামুন ভাই আর সোহাগ ভাই কে।
TGB এর সাথে নেক্সট ট্যুর দেয়ার অপেক্ষা মাত্র।
May be an image of one or more people, people standing and cloud


Hridoy Saha
Traveller
26-May-2022