Review From Dipak Debnath

# ট্যুর গ্ৰুপ বিডি'র প্রতি কৃতজ্ঞতা #
আমরা ৩৬ তম বিসিএস ক্যাডার গ্ৰুপ থেকে গত ১৯-২১ এপ্রিল,২০১৮ তারিখে সাজেক ভ্রমনে গিয়েছিলাম ৪০ জন ক্যাডার কর্মকর্তা।এই কোম্পানি আমাদের সবকিছুর এত ভালোভাবে ব্যবস্থা করেছেন যেটা আমাদের ভাবনাকেও অতিক্রম করেছে। তাদের কিছু সেবার কথা বলতে হবে নিশ্চয়ই:
১. আমরা মাথাপিছু যে টাকা দিয়েছি তাতে কোনভাবেই এত ভালো ভ্রমণ সম্ভব নয়।
২.ঢাকা ভার্সিটির অপরাজেয় বাংলা থেকে সৌদিয়া পরিবহনে করে আমরা প্রথমে খাগড়াছড়ি যাই।মাঝে কুমিল্লা যাত্রা বিরতিতে ভালো খাবারের ব্যবস্থা ছিল।
৩.খাগড়াছড়িতে গিয়ে ওনাদের রিসোর্ট এ বিশ্রাম নিয়ে নাস্তা করে বিখ্যাত চান্দের গাড়িতে করে সাজেক ভ্যালি।
৪.ওখানেও আমাদের জন্য আগেই রিসোর্ট বুকিং দেয়া ছিল।তাই সবাই গিয়েই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। সেখানে সব ব্যবস্থা আগেই করা ছিল ওনাদের।
৫.তারপর বিকেলে ওনাদের দেখানো পথে কঙলাক পাহাড়ে ওঠার সাহস করলাম সবাই।
৬.সন্ধায় নাস্তা সেরে রাতে বারবিকিউ পার্টি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও ওনারাই করেছেন।
৭.সকালে ঘুম থেকে উঠে গরম খিচুড়ি আর মাংস সাথে ফল ।ভালোই লাগলো।
৮.এরপর আবার যাত্রা খাগড়াছড়ি। পথে একটা ঝর্ণা দেখে আসলাম সবাই।দুপুরে পৌঁছে আমরা লাঞ্চ করতে যাই বিখ্যাত সিস্টেম রেস্টুরেন্টে।লাঞ্চ ছিল বুফের মত।যে যত পারি খেয়েছি। এবং সেটা আমাদের সবাইকে অবাক করেছে যে,এত ভালো খাবারের ব্যবস্থা কিভাবে সম্ভব!
৯.বিকেলে আলুটিলা ভ্রমণ,মশাল হাতে গুহায় প্রবেশ।আরো কয়েকটি হ্যালিপ্যাডে গিয়ে পাহাড় দর্শন। সবশেষে খাগড়াছড়ি সাফারি পার্ক ভ্রমন।
১০.রাতের বেলায় আবার ভালোমানের ডিনার সেরে গাড়িতে করে ঢাকার উদ্দেশে যাত্রা। নিরাপদেই আমরা ফিরতে পেরেছি।
বিশেষত্ব: বাস, খাবার পানি,নাস্তা, বিশ্রামের জন্য রুমের ব্যবস্থা, চান্দের গাড়ির ব্যবস্থা, পার্কে প্রবেশের টিকেট, মশাল কিনে রাখা ,সবার থাকার সুব্যবস্থা,নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা,গাইড ভাইদের আন্তরিকতা প্রশংসনীয়। ভ্রমণের জন্য প্রয়োজনীয় সবকিছু এত ভালো ছিল যে আমাদের এ নিয়ে বিন্দুমাত্র চিন্তা করতে হয়নি।এককথায় ওনাদের দায়িত্বশীল ভূমিকা আমাদের মুগ্ধ করেছে।তাই আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের পরবর্তী মেগা ট্যুরগুলোতেও Tour Group BD 'র সাথেই করবো। অসংখ্য ধন্যবাদ Tour Group BD কে।


Dipak Debnath
Traveller
26-May-2022