সহি সালামতে গন্তব্যে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ
।

জীবনে অনেক ট্রিপ দিয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতেও দিব কিন্তু আজ এমন একটা ট্রিপ শেষ করেছি যা আজীবন মনে গেঁথে থাকবে
।

অনেক সৌভাগ্যক্রমে হোস্টগুলো এবং টুরমেট গুলো পেয়েছিলাম
।

যারা সকল উপমার ঊর্ধ্বে
।

বিশেষ করে Munna bhai & Zarif bhai
You guys are Awesome. সত্যি আপনাদের জন্য এই ট্রিপটা আজীবন মনে থাকবে। আপনাদের অনেক মিস করবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ট্রিপে
।


টুর মেটগুলো সবাই অনেক ফ্রেন্ডলি ছিল যাদের সাথে মিশতে খুব একটা বেশি টাইম লাগে নাই।
টুরে দ্বিতীয় দিন মনে হয়েছিল যে সবাই আমরা একই সাথে একই জায়গা থেকে ট্রিপে গিয়েছি এবং অনেক দিনের পরিচিত।
সবাই অনেক ভালো থাকবেন।
সকলের জন্য দোয়া ও ভালোবাসা 

পরিশেষে
টিজিবি ভালোবাসা
। অনেক অনেক ধন্যবাদ এমন একটা ট্রিপ আমাদের উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে টিজিবি সাথে আমি অনেক ট্রিপ দিতে চাই ইনশাআল্লাহ সময়-সুযোগ মিলে গেলেই চলে আসব।

আশা করব টিজিবি এমন নতুন নতুন স্টুডেন্ট প্যাকেজ দিয়ে আমাদের মত গরিবদের জন্য ট্রিপকে সহজ করে দিবে 
।


Shakil (Kushtia)
সবাইকে লালন এবং রবীন্দ্রনাথ কুঠিবাড়ি কুষ্টিয়াতে স্বাগতম 
